দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল আলভীরের

সেপ্টেম্বর,১৫,২০২২

এম এন এ আজাদ,নারায়নগঞ্জ:

গত ১৪ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ ঘটিকায় মদনপুর-মদনগঞ্জ সড়কের ফরাজীকান্দা এলাকায় অবস্থিত ময়লার বার্গারের হাজীপুর ব্রীজের সামনে বৃষ্টির পানি ও গর্তের মধ্যে স্লিপ কেটে মোটরসাইকেল আরোহী আলভী(২০)বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।
মদনগঞ্জ লক্ষ্যারচর দক্ষিণ পাড়া এলাকার কবির মিয়ার ছেলে ও আল-মামুনের ভাগিনা আজমল ফুয়াদ আলভী বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে ছিলেন।
দুর্ঘটনার সময় আলভী নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল বলে জানা যায়। তার পিছনে থাকা আলিনগর নিবাসী জিয়াবল মিয়ার ছেলে আলভীর বন্ধু অনিকের অবস্থাও আশঙ্কা জনক। তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে আলভীর দূর্ঘটনার খবর শুনে তার পিতা-মাতা ও পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আলভীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তরব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বন্ধু মহল ও আত্মীয় স্বজন এ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না।
ঘটনাস্থল এবং নিহতের বাড়ি পরিদর্শন করেছেন বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শিহাব আহমেদ। তিনি এটি একটি দূর্ঘটনা বলেই মনে করেন।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.