ডিসেম্বর,১৬,২০২২
আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহান বিজয় দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার ১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সাথে সাথে উপজলো মাঠে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফুল আলম তানভীর , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার ,সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত (সিরাজদিখান সার্কেল) ওসি একে এম মিজানুল হক।উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিরাজদিখান প্রেসক্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বর্ণিল ডিসপ্লের আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফুল আলম তানভীর ও ওসি একে এম মিজানুল হক কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়মে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
www.bbcsangbad24.com