জুলাই,২৯,২০২২
“ইলোরা সোমা
তুমি বলেছো আমও নাকি হারিয়ে গেছি
আসলে আমি হারিয়ে যাইনি বরং তোমাকে
বিরক্ত করা ছেড়ে দিয়েছি কারণ কখনোও
ভালোবাসার মানুষ হারিয়ে যায় না হারিয়ে যায়।
অভিনয় করা মানুষ গুলো আর আমি তোমার
মতো করে অভিনয় করিনি যে হারিয়ে যাবো
আসলে আমি সত্যিকারের ভালোবেসেছি তোমাকে
আমি ছোট বেলায় অন্ধকার কে অনেকটা ভয় পেতাম।
আর এর জন্য বাবা মায়ের কাছে কতইনা বকা খেতে হতো
কিন্তু অবাক লাগে এখন জানো কেন এখন
আমার অন্ধকার টা বেশ ভালো লাগে কেন জানি মনে হয়
এই ভাবতে ভাবতে প্রচণ্ড অভিমান নিয়ে মায়া হারিয়ে গেলো।
আমি তাকে শত অনুরোধে ও আর ফিরে আসে না, তবে জানো কি
আসলো তোমার ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে
তবে একটা সময় আমার শূন্যতা-ও একদিন বুঝবে আর অঝোরে কাঁদবে
তখন তোমার আর কিছু করার থাকবেনা রবে শুধু আমার স্মৃতি মোরানো খুনশুটি আর প্রচুর কাঁদাবে আর কাঁদবে।
আর তখন মিনিটে মিনিটে আমার দেওয়া বিরক্তিকর কথা ও মেসেজ গুলি
এমন ভাবে একদিন খুব মিস করবা আর সেটা কাউকে বলতেও পারবানা সইতেও পারবানা আসলে তুমি এমন এক মানুষ যে কখনোই আমার মন
বুজতে পারো নি পারোনি কখনো আমাকে বুঝতে।
আসলে আমারি বুঝতে ভুল হয়েছে তুমি শুধু তোমাকেই বুঝো আর সবাইকে তোমার স্বার্থে ব্যাবহার করো তাইতো তুমি আমাকে বুজতে পারো নি,
সত্যি বলতে তুমি কখনো বুজার চেষ্টা ও করোনি এটা আমিও বুঝতাম তুমি এরিয়ে যাচ্ছো সব কিছু তার পরও কি করা আমি যে তোমাকেই ভালোবাসি আর মনকে বুঝাই হয়তো তুমি একদিন বুঝবে।
বুঝবে আমার কদর করবে আসলে আমি এমন এক ব্যক্তি যার কিনা
অপূরনীয় স্বপ্ন নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর মধ্যে তুমি ছিলে একজন
তাই ভেবেছি আমার অনুপস্থিতিতে যদি তোমার
শান্তি হয় তবে সেটাই হোক।
আর তোমার মনের ভিতরের যে কুলোসিত ও কুৎসিত মন সেটা হোক সুন্দর
আমি নাইবা থাকি তোমার পাশে তবে তুমি আর যাই করো আমার মত আর কোন মেয়ের সাথে এরকম ছলনার আস্ত্রায় নিও না কস্ট হয় বড় কষ্ট হয়।
তুমি চিন্তা করোনা তবে কথা দিচ্ছি
চিরতরে হরিয়ে যাবো এটা সত্যি তেমনি
তুমি ভেবোনা যে আমি হেরে গেছি না আমি হারিনি কখনোই,
বরং তুমি হেরে গেছো হেরে গেছে তোমার মিথ্যে ভালোবাসার যত রঙঢংআর অভিনয় আর গোপনীতা আর তোমার ছলাকলায় অবশান ঘটিয়োছি মাত্র
আকাশের দিকে তাকিয়ে দীর্ঘনিঃশ্বাস ফেলাই এখন তোমার নিয়তি।
জানো কি তুমি তোমাকে ছেড়ে আসার সময়টা মনে করতেই বুকের মধ্যে
পাড় ভাঙার শব্দ শুনি আর নিঃশ্বাস যেন আমার আটকে যেতে চায় কোন কিছুতেই মন বসে না তবুও নিজেকে একবুক স্বান্তনার বানী দিয়ে রাখি
আমাদের আবার দেখা হবে তো আসলে তুমি যানোনা সত্যিকারের ভালোবাসা।
কখনো শেষ হয়না কেবলমাত্র রাগ আর জিদ আমাদেরকে আখরে ধরে রাখে
যা থেকে আমরা কখনও বের হতে পারি না।তোমার কও মনে আছে বারবার আমাদের ঝগড়া হওয়ার পরও আমি তোমাকে কতইনা রাগ ভাঙ্গাতাম আর তুমিও রাগ করে বেশিক্ষন থাকতে পারোনি।
বার বার আমাদের ভালোবাসা শেষ হওয়ার পরও জোড়া লেগে
গেছে তার প্রমাণ তুমি নিজেই।
কিন্তু আমি কোন দিন ভাবতে পারিনি তুমি কখনওই আমাকে সেই সত্যিকারের
ভালোবাসাটা ভালোবাসোনি।আসলে আমারি ভুল ছিলো তোমার মুখোশের আড়ালের মানুষটাকে আমও চিনতে বা জানতে পারিনি।
আসলে আমার ভাগ্যটাই খারা ছিলো হয়তো না হলে তোমার মত এতটা পাশান্ডের সাৎে আমি কিভাবে জড়ালাম
আচ্ছা বলো তো আমার ভাগ্যটাই কেনো এমন কিছু সময়ে কারো আপন হয়ে যাই আবার কিছু সময়ে পর হয়েও যাই মানুষ সব কিছু সহ্য করতে পারে
কিন্তু, প্রিয়জনের অবহেলা সহ্য করতে পারে না আর কত দোষ না করেও সবসময় আমি নিজেই দুঃখিত বলেছি।
বলেছি কারন তাও তুমি কখনোই
আমাকে আগলে রাখতে চাওনি
সবসময় তুমি তোমার নিজের
ইচ্ছে ও চাওয়াটাকেই বড় করে দেখেছো।
.
কথায় আছে পায়ের জুতা কখনো মাথায় তুলতে নেই পায়ের জুতা পায়েই মানায়
আর অযোগ্য কে যোগ্য বানানো সম্ভব
তবে বিশ্বাসঘাতক কে বিশ্বস্ত বানানো
অসম্ভব যা তোমার মধ্যে বিরাজমান।
আজ তোমার কারণে এই কথাটাও বিশ্বাস করতে হচ্ছে
খুব ইচ্ছে করে তোমার সাথে কথা বলি
আবার কেন যে মন থেকে ঘৃণা চলে আসে কেন তুমিএমন করলে আমার সাথে যানো মাঝে মাঝেই মনে হয় বেঁচে আছি কেন জবাব খালি একটাই আসে
কারণ আত্মহত্যা করা মহাপাপ নাহলে কবেই চলে যেতাম তুমি যেই পৃথিবীর বাসিন্দা সেই ধরনীতে কেন আমি আছি।
আর দোয়া করি যারা যাকে ভালোবাসে তাকেই সে যেন পায়।
,অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায়
আর অসহ্য যন্ত্রণা ছাড়া আর কিছুই দেয়না
তাই মন থেকে সবসময় বলি তুমি
কোন দিন ভালো থাকবেনা আর আমার।
যতটা যন্ত্রণা কষ্ট তার থেকে অধিকতর
কষ্ট যেন তোমার হয় আর তখন তুমি
তিলেতিলে জ্বলবে আর এই আমাকেই
মনে করবে না পারবে বলতে না পারবে সইতে।
www.bbcsangbad24.com