এপ্রিল,২০,২০২২
তুষার আহাম্মেদ,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২ মাদক কারবারির কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, গতকাল বুধবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট মো. আব্দুল আউয়ালের উপস্থিতিতে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনার সময় উপজেলার দক্ষিন মসদগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মৃত শামছুল হক হাওলাদারের ছেলে মো. রানা হাওলাদার (২৬), এবং মৃত জগদীশ রাজবংশীর ছেলে নারায়ন চন্দ্র রাজবংশীকে (২৮) ত্র্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ হেরোইন সেবনের সরঞ্জামাদিসহ অবস্থায় আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
www.bbcsangbad24.com