দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

শেষ যাত্রায় রাষ্ট্রীয় মর্যাদা

জুলাই,০৪,২০২২

জয়পুরহাট প্রতিনিধি :

স্বাধীনতা যুদ্ধের বীরসেনানীর শেষ যাত্রায় উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনার প্রদান করেন। জয়পুরহাটের পাঁচবিবির সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কায়ছার রহমান মারা গেলে এসব সম্মান প্রদান করা হয় । তিনি দীর্ঘদিন যাবৎ ডায়বেটিক রোগে ভুগ ছিলেন। ডায়বেটিক নীল হয়ে সোমবার গভীর রাতে পৌর শহরের গোপালপুর নিজ বাড়িতে সে মারা যায়। মৃত্য কালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ২ মেয়ে ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য বন্ধু-বান্ধব ও আত্বীয়-সজন রেখে গেলেন। উপজেলা প্রশাসনের রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কায়ছার রহমানের কফিনবন্দী লাশ জাতীয় পতাকায় ঢেকে রাখা হয়। থানার একদল চৌকুস পুলিশ সদস্য রাষ্ট্রীয় মর্যাদায় শেষ যাত্রায় গার্ড অব অনার প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বরমান হোসেন, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিছির উদ্দিন মন্ডল বীরসেনানীর কফিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল, সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, ভাইস-চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, স্থানীয় শিল্পপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাবেক থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু ও আব্দুল গফুর মন্ডলসহ এক সময়ের তার সহযোদ্ধারা।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.