দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

মার্চ,২৬,২০২২

আরিফ হোসেন,শ্রীনগর,(মুন্সীগঞ্জ)

শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে স্বাধীনতার দিবস উদযাপিত হয়েছে। শ্রীনগর উপজেলা প্রশাসন শনিবার ভোরে উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের কর্মসূচীর সুচনা করে।

সকাল ৮ টায় শ্রীনগর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন ও কুজকাওয়াজে সালাম গ্রহন করা হয়। পরে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ,শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.