দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

“সংগ্রাম স্বাধীনতা- প্রেরণায় বঙ্গমাতা”

আগস্ট,১১,২০২৩
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত
 মঙ্গলবার (০৮ আগস্ট ২০২৩) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক, নরসিংদী  আবু নইম মোহাম্মদ মারুফ খান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
সভা শেষে অত্র জেলার অসচ্ছল ৪০জন নারীর মাঝে সেলাই মেশিন এবং ৪৫ জন নারীর প্রত্যেককে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দুই হাজার টাকা প্রদান করা হয়।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.