দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

সমাবেশের আগেই নয়াপল্টনে সড়কে অবস্থান বিএনপির

ডিসেম্বর ৭, ২০২২,

নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার গণসমাবেশ। তিনদিন আগেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছে বিএনপির নেতা-কর্মীরা।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর একটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়িতে দুটো অস্থায়ী মঞ্চ তৈরি করে বসে পড়েন তারা।

সরেজমিনে দেখায় যায়, বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই বিএনপির কার্যালয়ের সামনে শত শত নেতাকর্মী অবস্থান করেন। দুপুর বারোটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি সংবাদ সম্মেলন করেন। এরপর সাড়ে বারোটার দিকে দুটো ট্রাক আসে।

তাতে মাইক ব্যানারসহ অস্থায়ী মঞ্চ দেখা যায়। এক পর্যায়ে মাইক্রোফোন ঘোষণা দেয়া নেতাকর্মীদের রাস্তায় বসে পড়তে দেখা যায়। মুহূর্তে কয়েক হাজার নেতা কর্মী রাস্তায় বসে পড়লে ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দূরে গিয়ে অবস্থান করেন। দুপুর দেড়টায় মাইক এ ঘোষণা দেয়া হয় সড়কের এই অবস্থান চলমান থাকবে। এদিকে দুপুর দুইটার পর থেকে পুলিশকে মারমুখী অবস্থানে দেখা যাচ্ছে।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.