অক্টোবর,০৬,২০২২
আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামীকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বুধবার ৫ অক্টোবর দিবাগত রাতে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত), এর দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ ইমরান খান, এসআই কামরুল হাসান, এএসআই ইসলাম উদ্দিন, এএসআই ইমরান সংগীয় ফোর্স সহ জিআর ওয়ারেন্ট পরোয়ানাভুক্ত আসামী মানিক বেপারী(৭০), পিতা-মৃত রস্তম আলী, শ্যামল (৩৮), পিতা-মানিক বেপারী , উভয় সাং-বয়রাগাদী হাজীপাড়া ,, সহ সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ শাওন গাজী (২৮), পিতা-শাহ আলম গাজী গ্রাম- ইছাপুরা, সর্ব থানা- সিরাজদিখান, জেলা –মুন্সিগঞ্জগনকে গ্রেফতার করেন।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান,উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করি।আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
www.bbcsangbad24.com