মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাঁজা ইয়াবা ও নগদ টাকা সহ এলাকার চিহ্নিত এক নারী মাদক কারবারী কে গ্রেফতার গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
রোববার ২১ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টায় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এর দিকনির্দেশনায় এসআই আব্দুল কাদির এর নেতৃত্বে এএসআই সজিব মিয়া,এএসআই ইসলাম সঙ্গীয় ফোর্স উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ৮৮ পিচ ইয়াবা, ২০০ গ্রাম গাজা ও মাদক বিক্রির নগদ ১৪,১০০ টাকা সহ
এলাকার চিহ্নিত এই মাদক কারবারী নারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারী হলেন উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামের মজিবুর @ মজুর মেয়ে সুমা আক্তার (২৮)।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর গ্রামের বিশেষ অভিযান পরিচালনা করে এই নারী মাদক কারবারী সুমা আক্তারকে গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা সহ গ্রেফতার করি। আসামীকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ হবে।