অক্টোবর,১৯,২০২২
আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিভিন্ন আয়োজনে নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য মাসুদ লস্কর কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার ১৯ অক্টোবর বিকাল সাড়ে ৫ টায় এলাকাবাসীর আয়োজনে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর ৮নং ওয়ার্ড কার্যালয়ে ইউপি সদস্য আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এই সংবর্ধনা দেওয়া হয়।জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মাসুদ লস্কর কে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান কোম্পানি,
লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগ ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল কাদির সিকদার,
লতব্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি আলাউদ্দিন মাদবর,৩নং ওয়ার্ড সদস্য সরিয়ত মাহমুদ,৯নং ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন,লতব্দী ইউনিয়ন পরিষদের ১২৩ নং ওয়ার্ড মহিলা সদস্য সাথী বেগম,৪৫৬ নং ওয়ার্ড মহিলা সদস্য জিন্নাতুন নেছা,৬৭৮ নং ওয়ার্ড মহিলা সদস্য তাসলিমা খাতুন,রফিক বেপারী,সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন মোল্লা,জহির বেপারী,আনিছ বেপারী,জাকির মোল্লা,মান্নান মাদবর,আবু তাহের মাদবর ও অন্যান্য ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উল্লেখ্য গত ১৭ অক্টোবর মুন্সীগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।সিরাজদিখান উপজেলা সদস্য পদে ১৮৪ ভোট নিয়ে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করেন এতে ৯২ ভোট পেয়ে সাধারণ সদস্য পদে মাসুদ লস্কর নির্বাচিত হন।
www.bbcsangbad24.com