দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

সিরাজদিখানে মাদক কারবারী ও চোরসহ গ্রেফতার ৪

জুন,১৩,২০২৩
আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেরোইনসহ মাদক কারবারি দুই জন ও চোরাই লোহার রড সহ দুই জনকে গ্রেফতার করেছে।তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে পুলিশ।
রোববার (১০ জুন) দিবাগত রাতে সহকারী পুলিশ সুপার(সিরাজদিখান সার্কেল) অফিসার ইনচার্জ, সিরাজদিখান থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন) এর দিক নির্দেশনায় এসআই মোঃ মশিউর রহমান, এসআই মোঃ ফায়জুর রহমান, এসআই মাজিবুল আলম, এএসআই মোঃ ফরিদ ভুইয়া, সংগীয় ফোর্স সহ সিরাজদিখান থানাধীন বয়রাগাদি ইউনিয়নের চিকনাসাইর হতে ২৭ (সাতাশ) পুরিয়া হেরোইন সহ মাদক কারবারী সেলিম মোল্লা(৩৬), পিতা-আব্দুল মোল্লা ,স্থায়ী:গ্রাম-চিকনাসাইর, থানা- সিরাজদিখান ও সন্তোষপাড়া সাকিনস্থ খালেক শিকদার এর বাড়ীর সামনে ইটের রাস্তার উপর থেকে ৩০ (ত্রিশ) পুরিয়া হেরোইন সহ মাদক মোঃ রিয়ন শেখ(২৩), পিতা-আব্দুল আলিম শেখ ,স্থায়ী: গ্রাম- সন্তোষপাড়া, থানা-সিরাজদিখান, জেলা –মুন্সিগঞ্জ ও অপর দিকে বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা সাকিনস্থ রেলওয়ে ব্রীজ হতে চোরাইকৃত প্রায় ৬০ কেজি ওজনের লোহার রড সহ মনির (৪৩), পিতা-রবিউল্লাহ গ্রাম-উত্তর ঘোড়ামারা, হাফিজ (৪০), পিতা-মৃত শরিফ উদ্দিন,  গ্রাম-পলাশপুর গুচ্ছ গ্রাম , উভয় থানা- সিরাজদিখান, জেলা –মুন্সিগঞ্জগনকে গ্রেফতার করেন।
 এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৪জনকে গ্রেফতার করি।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করি।
www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.