দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

মুন্সীগঞ্জে  ৮ বছরের শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ

জুন,১৪,২০২৩

সিরাজদিখান, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮ বছরের শিক্ষার্থীকে  (কন্যা শিশুকে) যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে স্থায়ীভাবে আপোস মীমাংসার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে । নেক্কারজনক এই ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের চর নিমতলা উত্তর পাড়া গ্রামে। এই ঘটনায় লতব্দী ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীর মা। সেই অভিযোগ আবার চাপা দিতে তড়িঘড়ি করে আপোস মীমাংসায় বাধ্য করা হয় শিশুটির মাকে।

জানাগেছে গত ৩১/০৫/২০২৩ইং তারিখে বুধবার সিরাজদিখান উপজেলার চর নিমতলা উত্তর পাড়া নিমতলা নূরানী কিন্ডারগার্ডেন ও মহিলা মাদ্রাসায় নিয়মিত ক্লাস করার উদ্দেশ্যে সকাল ৯ টার দিকে মাদ্রাসা যায় শিশুটি। পরে সেখানে মাদ্রাসার প্রধান শিক্ষক শাহআলম মোল্লা শিশু  ছাত্রীর  উপর যৌন নির্যাতন চালান। পরে শিশুটি তার বাড়িতে ফিরে গিয়ে তার মাকে ঘটনার বিবরণ জানায়।এই বিচারের দাবিতে বিভিন্ন মানুষের দ্বারে দ্বার ঘুরে বিচার না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ এর পর সে ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি কে নিয়ে বাঁদিকে ভয় দেখিয়ে আপোস মীমাংসা করে ফেলেন। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চলকর সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান এমন ন্যাক্কারজনক জঘন্য ঘটনার বিচার না হয়ে কিভাবে তারা ঘরে বসে ধামাচাপা দিতে পারে এটা আমাদের বোধগম্ভ হচ্ছে না আমরা এর সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার দাবি জানাচ্ছি।

লিখিত অভিযোগ সূত্রে আরো জানা গেছে, মাদ্রাসা থেকে ফিরে মেয়েটি কান্না করছিলো তখন শিশুটির মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি জানায় আম্মু তুমি কাউকে বলবেনা বলো, তখন শিশুটির মা কাউকে না বলার বিষয়টি জানালে কন্যা শিশুটি বলে মাদরাসা প্রধান শিক্ষক শাহআলম মোল্লা শিশুটির জোর করে পেন্টের ভিতর হাত দিয়ে গোপন অঙ্গ চাপ দেয়। মেয়ের মুখে যৌন নির্যাতনের কথা শুনে বিষয়টি তাৎক্ষণিক বাড়ীর আসে পাশের মহিলাদের জানান ।

নির্যাতিত শিশুটির চাচা জানান, পার্শ্ববর্তী বালুচর ইউনিয়নের মনা সরকার,মৃত আব্দুল জলিলের ছেলে স্থানীয় আনসার আহম্মেদ ও আব্দুল লতিফের ছেলে সালাউদ্দিন মাদবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি আপোস মীমাংসা করার মাধ্যমে বিষয়টি নিষপত্তি করেছেন। তবে এমন ঘটনার স্থানীয় ভাবে আপোস মীমাংসা করতে পারে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এবিষয়ে অভিযুক্ত শাহআলম মোল্লা বলেন বিষয়টি আমাদের উভয়ের মাঝে আপোষ মিমাংসা হয়েছে আপনারা এবিষয়ে কোনও নিউজ কইরেন না।
আর অন্যদিকে এই লম্পট চরিত্রহীন শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাশ্তি দাবী করছেন সমাজের সচেতন মহল। সচেতন মহলের দাবী যদি এই লম্পট শিক্ষক শাহআলম টাকার জোরে অসাধু শালীদের ম্যানেজ করে এত জঘন্যতম ঘটনা ঘটিয়ে ছাড় পেয়ে যায় কিভাবে?

লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হক জনবানীকে জানান, নির্যাতিত শিশুর মা সহ এলাকাবাসি   আমার অফিসে এসে লিখিত অভিযোগ করেছে। যেহেতু ঘটনাটি শিশুটি যৌন নির্যাতন ও ধর্ষনের চেষ্টার। তাই আমি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করিয়েছি। অভিযোগকারীকে থানায় অথবা বিজ্ঞ আদালতের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছি।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.