দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

স্পেনের মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠান থেকে ২০০ সৌদির গ্রাজুয়েশন

আগস্ট ১, ২০২৩,

নিজস্ব প্রতিবেদক

স্পেনের মর্যাদাসম্পন্ন লেস রোচেস ইনস্টিটিউট থেকে প্রায় ২০০ সৌদি নাগরিক গ্রাজয়েশন করেছে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের ২০২২ আহলাহা উদ্যোগের অংশ হিসেবে তাদেরকে মারবেলার লেস রোচেস হসপিটালিটি এডুকেশনে আন্তর্জাতিক হোটেল ব্যবস্থাপনায় এক্সিকিউটিভ মাস্টার্স কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মোট ১৯৮ জন নারী ও পুরুষ এই কর্মসূচিতে গ্রাজুয়েট হয়েছে। তারা মনে করছে, বিশ্বের অন্যতম হসপিটালিটি ইনস্টিটিউটে এই কোর্স করার ফলে পর্যটন খাতে তাদের দক্ষতা অনেক বাড়বে।

হিলটন মক্কার পরিচালক মারাম কোকানদি বলেন, ৯ মাসের এই কোর্সে হোটেল ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সব বিষয় পড়ানো হয়েছে। সৌদি ভিশন ২০৩০-কে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

তিনি জানান, পর্যটন উপ-মন্ত্রী প্রিন্সেস হাইফা বিন্ত মোহাম্মদ এ ব্যাপারে ব্যাপক সহায়তা করেছেন। তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করেছেন।

সূত্র : আরব নিউজ

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.