দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

হাতিয়ায় ছাত্রীকে ধর্ষনের চেষ্টা,থানায় অভিযোগ

জুন ২০, ২০২৩,

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মনির উদ্দিন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে মাদ্রসা পড়ুয়া নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মনির উদ্দিন উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ওই ছাত্রীর মা সোমবার দীবাগত রাতে হাতিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটেছে রোববার (১৮ জুন) বিকেল চারটার দিকে, উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের জোড়খালী গ্রামে ।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসা পড়ুয়া ঔই ছাত্রীকে অভিযুক্ত মনির উদ্দিন মাদ্রাসায় যাওয়া আসার সময় প্রতিনিয়ত উত্যক্ত করতো। ঘটনার দিন মাদ্রাসা ছুটি হওয়ার পর মেয়েটি বাড়ীতে আসে। ঘরে কেউ না থাকায় বাড়ীতে আসা মাত্রই মনির উদ্দিন তাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে তার মা ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে। পরে বখাটে মনির তাদের কিল ঘুষি মেরে পালিয়ে যায়।

বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জহির উদ্দিন চৌধুরী জানান বখাটে মনির উদ্দিন চরিত্রহীন লম্পট স্বভাবের চোর প্রকৃতির লোক। আমি তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, মেয়েটির মা সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.