ফেব্রুয়ারি ২৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সদস্যদের সাক্ষাতের পর মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি এখন নামগুলো পর্যালোচনা করবেন এবং প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ দিতে সেখান থেকে পাঁচজনকে বেছে নেবেন।
প্রতিটি পদের জন্য দুটি নামের প্রস্তাব করা হয়েছে।
নির্বাচিত নামগুলো শিগগিরই গ্যাজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
www.bbcsangbad24.com