১৬ দিনে ভারতে গেল ৫ লাখ ৩৩ হাজার কেজি ইলিশ

Estimated read time 1 min read

অক্টোবর ১৩,২০২৪

নিজস্ব প্রতিবেদক

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১৬ দিনে বেনাপোল বন্দরে দিয়ে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। ২০টি রফতানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে এই ইলিশের চালান ভারতে পাঠায়।

এবার ২৪ লাখ ২০ হাজার কেজি ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। মোট ৪৯টি প্রতিষ্ঠানকে ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার  বেনাপোল মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সবশেষ গতকাল শনিবার রাতে ১১টি ট্রাকে করে ৩৬ হাজার কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ১১ দিনে শুধু বেনাপোল দিয়ে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে।

প্রতিকেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ১৮০। যেখানে মোট ডলার আসে ৫৩ লাখ ২০ হাজার। যা বাংলাদেশি টাকায় ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author