ফেব্রুয়ারি ১০, ২০২২,
শিক্ষা ডেস্ক
৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী মার্চের মধ্যে প্রকাশের জন্য কাজ করছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরের পিএসসির প্রধান কার্যালয়ে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত নেওয়া হবে। এরপর চূড়ান্ত ফলাফল প্রকাশে এগিয়ে যাবে পিএসসি।
পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেছেন, ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে মার্চের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এরমধ্যে ৩ লাখ ২৭ হাজার পরীক্ষা দিয়েছেন। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে মোট এক হাজার ৯৬৪ জন উত্তীর্ণ হয়েছেন।
www.bbcsangbad24.com