মার্চ ২৬, ২০২২,
কিশোরগঞ্জ প্রতিনিধি:
পাচঁ দিনের সফরে রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো:আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, রোববার ২৭ মার্চ বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছাবেন রাষ্ট্রপতি।
পরে বিকাল সাড়ে ৪টায় মিঠামইনে মু্ক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের উদ্বোধন করবেন তিনি।
উদ্বোধনের পর সন্ধ্যা ৭টায় মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
পরে মিঠামইনের কামালপুরে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন তিনি।
সোমবার বেলা ১১টায় মিঠামইনে এবং বিকাল সাড়ে ৩টায় ইটনায় বিভিন্ন উন্নয়ণমূলক কাজ পরিদর্শন করবেন তিনি।
ঐদিন সন্ধ্যা ৭টায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে মতবিনিময় এবং পরে মিঠামইনে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।
২৯ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় মিঠামইনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং বিকাল ৩টায় মিঠামইন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন তিনি। বিকাল ৫টায় যাবেন অষ্টগ্রামে। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টায় মতবিনিময় করবেন।
মিঠামইনে নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন বুধবার বিকাল ৩টায় যাবেন কিশোরগঞ্জ সদরে। সেখানে বিকাল ৫টায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি। আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ উপলক্ষে সন্ধ্যা পৌনে ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অংশ নিবেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার দুপুরে সফর সমাপ্তি করে ঢাকায় ফিরে যাবেন তিনি।
www.bbcsangbad24.com