দেশ ও মানুষের কথা বলে

[vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

৬ বছর পালিয়েও রক্ষা পেল না মাদক কারবরি নুর হোসেন

মে ২৩, ২০২৩,

(কুড়িগ্রাম  প্রতিনিধি

৬ বছর পালিয়ে থেকেও গ্রেফতার এড়াতে পারেনি এক মাদক কারবরি।  আটক নুর হোসেনের বাড়ি নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রাম। সে ঐ এলাকার সোলায়মান আলীর ছেলে।

তথ্যানুযায়ী, মাদক চোরাকারবারি নুর হোসেনের নামে গত ২০১৮ সালে স্পেশাল ট্রাইব্যুনালে, মামলা নং- ০৮/১৮ ও ২০১৯ সালে দায়রা মামলা নং-৫৩৬/১৯ হয়। এরপর ০৬ বছর সে ঢাকার গাজিপুর, চঁন্দ্রা, সাভার, ঢাকা, টাংগাইলসহ বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকে। এসময় কোথাও সে দীর্ঘদিন না থেকে বারবার অবস্থান পরিবর্তন করে আসছিল। দীর্ঘদিন পলাতক থাকায় তার নামে ওয়ারেন্ট জারি হয়। এরপর গোপনে তথ্য নিয়ে ২২ মে কচাকাটা থানা পুলিশ টাংগাইল জেলার সখিপুর থানা পুলিশের সহযোগিতায় টাংগাইলের সখিপুর থেকে তাকে গ্রেফতার করে।

কচাকাটা থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাতেই তাকে কচাকাটা থানায় এনে মঙ্গলবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

www.bbcsangbad24.com

Leave A Reply

Your email address will not be published.