আগামী ২৬ মে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: প্রচারণায় ব্যস্ত প্রাথীরা

Estimated read time 1 min read


মে,১৯,২০২৪


শ্রীকান্ত দাস,মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে প্রাথীদের ব্যনার ফেস্টুনে সাজানো হয়েছে পুরো আদালতপাড়া। নির্বাচনকে ঘিরে ব্যস্ততায় রয়েছেন নির্বাচনের প্রাথীরা। রবিবার (১৯মে) আদালত পাড়ায় ঘুরে দেখা গেছে, আইনজীবী সমিতির প্রধান ফটক থেকে শুরু করে জেলাও দায়রা জজ আদালত প্রাঙ্গনে সাজানো হয়েছে আইনজীবী সহকারীদের নির্বাচনী ব্যানার। প্যানেল পরিচিতি পাওয়ার পর হতে ভোটারদের কাছে লিফলেট বিতরন করে ভোট প্রার্থনা করছেন প্রাথীরা। এতে আদালত পাড়ায় তৈরি হচ্ছে উৎসব মুখর পরিবেশ।


এর আগে গেলো ৬মে নির্বাচনী তপসিল ঘোষনার পর ১ মে প্রাথীদের মনোনয়নপত্র গ্রহন করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন। এবারে নির্বাচনে অংশ গ্রহন করছেন ২টি প্যানেল। প্যানেল দুটি হলো জোবায়ের- ইমরান পরিষদ ও রতন- সাইফুল পরিষদ। জোবায়ের- ইমরান পরিষদ মনোনিত প্যানেলের সহ-সভাপতি পদে মাধব মন্ডল, আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মকবুল হোসেন (বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী), কোষাধ্যক্ষ পদে আবুল হোসেন, লাইব্রেরী সম্পাদক পদে রেজাইল কাদের মিঠু, প্রচার প্রকাশনা ও সমাজ কল্যান সম্পাদক পদে আল আমিন, দপ্তর সম্পাদক পদে দীপক বাড়ৈ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে সৈয়দ আতাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুল ইসলাম রাজন, কার্যকরী সদস্য পদে বজলুর রশিদ, প্রবীর পাল, শাহাবুদ্দিন, হাবিবুর রহমান সবুজ অংশগ্রহণ করেছেন।


অন্যদিকে রতন- সাইফুল পরিষদ মনোনীত সহ সভাপতি পদে ফারুক হোসেন, মীর আওলাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে নাজমুল সোলায়মান, সাংগঠনিক সম্পাদক পদে জয়দেব শীল, কোষাধক্ষ্য পদে আনোয়ার হোসেন, লাইব্রেরী সম্পাদক পদে আজাহার উদ্দিন, প্রচার প্রকাশনা ও সমাজ কল্যান সম্পাদক পদে সোহেল রানা, দপ্তর সম্পাদক পদে হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল সাত্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী বাচ্চু, সদস্য পদে সামছুল আলম শফি, মাহাবুবুর রহমান বাবুল, হাবিবুর রহমান সরকার, মিজানুর রহমান মিজান, উজালা সরকার অংশ গ্রহন করেছেন। তবে এবছর সতন্ত্র প্রাথী হিসেবে কেউ নির্বাচনে অংশ গ্রহন করেননি। নির্বাচনে মনোনয়নপত্র দখিল করার পর হতে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।


সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন জানান, ২৬মে নির্বাচনের ভোট গ্রহন। ওই দিন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। ভোট গননা শেষে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হবে। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, বিল্লাল হোসেন ও জহিরুল ইসলাম লাভলু।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author