নভেম্বর ৭, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানিতে অন্য আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন আমুর আইনজীবী।
অভিযোগ জানিয়ে পিটুনির শিকার ওই আইনজীবী বলেছেন, আমি এর বিচার চাই।
https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9599066937230946&output=html&h=280&adk=3684425101&adf=983880317&pi=t.aa~a.739596466~i.2~rp.4&w=783&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1730971757&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=9898218981&ad_type=text_image&format=783×280&url=https%3A%2F%2Fwww.amarsangbad.com%2Flaw-court%2Fnews%2F296802&fwr=0&pra=3&rh=196&rw=782&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTMwLjAuNjcyMy45MiIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJDaHJvbWl1bSIsIjEzMC4wLjY3MjMuOTIiXSxbIkdvb2dsZSBDaHJvbWUiLCIxMzAuMC42NzIzLjkyIl0sWyJOb3Q_QV9CcmFuZCIsIjk5LjAuMC4wIl1dLDFd&dt=1730971757326&bpp=2&bdt=1191&idt=2&shv=r20241031&mjsv=m202410300101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Df024992a2cd04351%3AT%3D1701071090%3ART%3D1730971735%3AS%3DALNI_MZ6RSziRsPfzVHJ4HIXwS1ApjY-eg&gpic=UID%3D00000c9aa6c8a790%3AT%3D1701071090%3ART%3D1730971735%3AS%3DALNI_MbJDYnAjf4b30t-CM47pbS7zD_POg&eo_id_str=ID%3D79d65ccf08c5c1c9%3AT%3D1722223028%3ART%3D1730971735%3AS%3DAA-Afjb4P4_IEBqoLQ3uutl084ne&prev_fmts=0x0%2C783x469%2C361x280&nras=2&correlator=6754029524926&frm=20&pv=1&u_tz=360&u_his=3&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=91&ady=1233&biw=1349&bih=607&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C95344190%2C95345472%2C95345966&oid=2&pvsid=4067682557812009&tmod=1499985780&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.amarsangbad.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C607&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=7&uci=a!7&btvi=2&fsb=1&dtd=19
বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে এ ঘটনা ঘটে।
এদিন, রিমান্ড শুনানিতে আমির হোসেন আমুর রিমান্ডের পক্ষে বক্তব্য দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
এ সময় তার বক্তব্যটি রাজনৈতিক মন্তব্য করেন আসামি আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী। তখন উত্তেজিত হয়ে আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা তাকে (আমুর আইনজীবী) মারধর শুরু করেন। মারধরের ঘটনায় তিনি আদালতের দরজার সামনে পড়ে যান। একপর্যায়ে তাকে লাথি মারা হয়। এরপর কয়েকজন আইনজীবী তাকে তুলে আদালত থেকে বের করে দেন।
অভিযোগ জানিয়ে ভুক্তভোগী আইনজীবী স্বপন রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, আদালতে শুনানি চলাকালে আমাকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। কিন্তু আদালত কোনো ব্যবস্থা নেননি। এখানে কোনো ন্যায়বিচার নেই। আমি এর বিচার চাই।
এর আগে রিমান্ড শুনানিতে আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বলেন, আমু শেখ হাসিনার বাপকে বিপথে নিয়েছিলেন। সেভাবেই শেখ হাসিনাকে বিপথে নিয়ে গেছেন। তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি ১৪ দল নিয়ে মিটিং করেন। তারা সিদ্ধান্ত নেয় যেকোনো মূল্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমাতে হবে। তারা এই গণহত্যার সঙ্গে জড়িত। আমরা চাই বাংলাদেশে কোনো শেখ হাসিনা বা ফ্যাসিস্ট আর তৈরি না হোক। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এদের বিচার হলে এই দেশে আর কোনো ফ্যাসিস্ট দল আসবে না।
এদিকে, আইনজীবীদের হট্টগোলের পর তাদের উদ্দেশ্যে আমির হোসেন আমু বলেন, আইনজীবীরা ভাই ভাই, মিলেমিশে থাকা উচিত। এখনকার পরিবেশ কিন্তু সবসময় থাকবে না। এসময় ফের উত্তেজিত হয়ে ওঠেন বিএনপিপন্থি আইনজীবীরা। পরে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
www.bbcsangbad24.com