আনসারদের আন্দোলন স্থগিত ঘোষণা, বাতিল হচ্ছে ‘রেস্ট প্রথা’

Estimated read time 1 min read

আগস্ট ২৫,২০২৪

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আনসারদের ‘রেস্ট প্রথা’ বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রবিবার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা আর থাকবে না। এটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছে সাধারণ আনসার সদস্যরা। আনসার জাতীয়করণ আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া বলেন, ‘আন্দোলন স্থগিত করা হচ্ছে। এখন থেকে সবাই কাজে ফিরে যাবে।’

চাকরি জাতীয়করণসহ বেশ কয়েকটি দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন সাধারণ আনসার সদস্যরা। তাদের এ আন্দোলনে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

রবিবার (২৫ আগস্ট) আন্দোলনের এক পর্যায়ে আনসার সদস্যরা বাধা উপেক্ষা করেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author