আগস্ট,২১,২০২৪
মুন্সীগঞ্জ প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন বলেন, গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা সরকারের বিচারের দাবি তোলা হবে। একইসাথে রাষ্ট্রকর্তৃক নিহতদের শহীদী মর্যাদার জন্য বিএনপি কাজ করবে। নিহত পরিবারের কর্মসংস্থান সহ যেকোন প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করা হবে।
গতকাল বুধবার দুপুর দুইটার সময় শহর উত্তর ইসলামপুর গ্রামে গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত ৩জনের স্বজনদের সাথে দেখা করে আর্থিক সহযোগিতা করার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আর্থিক সহযোগিতা ছাড়াও যেকোন প্রয়োজনে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নেতাকর্মীরা।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়ের কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল রহমান বাবুল,সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব কামরুজ্জামান রতন, পৌরসভার সাবেক মেয়র একে এম ইরাদদ মানুষ । এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি সদস্য সচিব মাহবুব আলম স্বপন, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী রহিমা শিকদার, মহিলা দলের জেলা সভাপতি বীনা আক্তার, ছাত্রদলের জেলা সভাপতি আবদুল হাশেম, এডভোকেট ইকবাল মোল্লা, বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন, বুরজাহান প্রমুখ।
এ সময়ে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য জেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ মহিউদ্দিন বলেন, আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশ যে কোন প্রয়োজনে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে।
www.bbcsangbad24.com