ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের শক্তি দেখাতে চান স্কটল্যান্ড:

Estimated read time 1 min read

জুন ৪,২০২৪

ক্রীড়া ডেস্ক

‘গত আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিলাম আমরা। ওই স্মৃতি এখনো আমাদের মনে নাড়া দেয়। এবার ইংল্যান্ডের মতো বড় দলকে হারিয়ে বিশ্বকে আরও একবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাই আমরা। আমরা জানি চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মতো একটা দলকে হারানো কঠিন কাজ। তারপরও সেরাটা দিতে পারলে জয় অসম্ভব নয়।’ বলছিলেন অধিনায়ক রিচি বেরিংটন।

বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে রাতে নামছে গত আসরে ক্যারাবিয়ানদের হারানো স্কটল্যান্ড আর টি টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ওয়েস্ট ইন্ডিজের কেনসিংটন ওভালে নামে নামবে তারা।

স্কটল্যান্ডের জন্য পুরোপুরি অচেনা কন্ডিশন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে ইংলিশ ক্রিকেটাররা এ ধরনের উইকেটে খেলে অভ্যস্ত হলেও স্কটিশদের কাছে নতুন। তবে ফরম্যাট ছোট বলেই বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর স্বপ্ন দেখতেই পারে ইউ দলটি।

টি টোয়েন্টিত প্রথমবার মুখোমুখি হচ্ছে প্রতিবেশি দুই দেশ। স্কটিশরা আরও একবার চমক দেখাতে চাইলেও নিশ্চয়ই ইংলিশরা সে সুযোগ দিতে নারাজ। বিশ্বকাপে থ্রি লায়ন্স যে ফেভারিটদের তালিকায় আছে। এবারও দলে জস বাটলার, জনি বেয়ারস্টো, আদিল রশিদরা আছেন। তবে দলের বোলিং অ্যাটাককে আরও শক্তিশালী করেছেন জোফরা আর্চার। দীর্ঘসময় পর ইনজুরি থেকে ফিরেছেন এ স্পিড স্টার। মঈন আলীর জন্য মাইলফলকের ম্যাচ। আর দুই উইকেট প্রয়োজন টি টোয়েন্টিতে ৫০তম শিকারের।

বার্বাডোজের উইকেট অনেকটাই মন্থর। নামিবিয়া-ওমানের ম্যাচে তা আরও স্পষ্ট হয়েছে। তবে উইকেট-কন্ডিশন নিয়ে খুব একটা চিন্তা করছে না ইংল্যান্ড।

উল্লেখ্য, ২০১৮ সালে এডিনবার্গে রান বন্যার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল স্কটল্যান্ড। ইংল্যান্ডকে নিয়ে একটা মজার ঘটনা আছে। টি টোয়েন্টি বিশ্বআসরে তারা কখনো কোন ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি। ২০০৯ ও ১৪ তে নেদারল্যান্ডসের কাছে হেরেছে, আয়ারল্যান্ডের কাছে হেরেছে ২০২২ সালে। 

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author