আগস্ট ২১,২০২৪
বিনোদন ডেস্ক
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ভারত জুড়ে প্রতিবাদের ঝড় চলছে। সকলের মুখেই একটার দাবি, ‘বিচার চাই’। প্রতিবাদেই রাস্তায় নেমেছেন সর্বস্তরের মহিলারা। নারীদের চাই নিরাপত্তা ও সুরক্ষা। আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে ১৪ অগস্ট পথে নেমেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এক সপ্তাহের মধ্যে সেই মিমিকেই সমাজমাধ্যমে দেওয়া হল সরাসরি ধর্ষণের হুমকি।
মিমির সমাজিক মাধ্যমে মন্তব্য করা ওই ব্যাক্তি লেখেন, “আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দিত নাকি? তা হলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দেওয়া হলে আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।” এরই সঙ্গে মিমি এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু অশ্লীল শব্দও ব্যবহার করেন ওই নেটাগরিক। এর পরই আক্ষেপ প্রকাশ করে মিমি লেখেন, ‘‘এর জন্যই কি ন্যায় বিচার চেয়ে লড়ছি আমরা।’’
তবে শুধু আক্ষেপ প্রকাশ করে থেমে থাকার পাত্রী নন তিনি। মিমি বলেন, ‘‘ আমি ইতিমধ্যেই সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানিয়েছি। শাখার প্রধানের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। একজন মহিলাকে আক্রমণ করার ভাষাই এখন ধর্ষণের ভাষা। কথায় কথায় ধর্ষণের হুমকি! আমি এর শেষ দেখে আমি ছাড়ব।’’
www.bbcsangbad24.com