গজারিয়ায় নির্বাচনী গুনজন শুরু, ভালো প্রার্থীর পক্ষেই হবে ভোটারদের সমর্থন

Estimated read time 1 min read

নভেম্বর,২৯,২০২৩


মুকবুল হোসেন, মুন্সীগঞ্জ:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আবহাওয়া নিয়ে গণ মানুষের মধ্যে জেগে উঠতে শুরু করেছে নির্বাচনী ইমেজ । সরকার দলীয় সমর্থক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনী দলীয় প্রতীক, প্রার্থী ও নির্বাচনী পরিবেশ নিয়ে শুরু হয়েছে নানামুখী গুঞ্জন ।
বাংলাদেশ আওয়ামী লীগ সহ নির্বাচনমুখী সমমনা বিভিন্ন দলের মনোনয়ন বিক্রি উৎসব, মনোনয়নপত্র দাখিল এর মধ্য দিয়ে সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া বইতে শুরু করে ।
সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে নানা শ্রেণী ও পেশাজীবী সরকারদলীয় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মী এবং তৃণমূল পর্যায় কর্মীদের মতামত প্রকাশে জানা যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে যদি প্রশাসনিক সমর্থন, দলীয় প্রভাব কাজ না করে। প্রভাব মুক্ত নির্বাচনী পরিবেশ থাকে। গজারিয়া উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীর ভোট ও সাধারণ মানুষের সমর্থন নৌকা প্রার্থীর বিপরীতে ভালো ও গ্রহণযোগ্য প্রার্থীর পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামিলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে অনেকেই জানান সরকার একটি সুন্দর নির্বাচনী পদ্ধতি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে । দলীয় প্রতীক দেয়ার পাশাপাশি স্বতন্ত্রপ্রার্থী নির্বাচনে থাকার ঘোষণা করা হয়েছে। একতরফা নির্বাচন হবে না। ভোটারদের মূল্যায়ন হবে। নির্বাচনে অংশগ্রহণ করা ভালো ও গ্রহণযোগ্য প্রার্থীকে মানুষ ভোট দিবে। আরও জানা যায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র ক্রয় করে দলীয় প্রতীক নৌকা প্রাপ্তি হতে বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা না নিলে মুন্সিগঞ্জ ৩ আসনে নির্বাচন হবে অংশগ্রহণমূলক। এ নির্বাচনী পরিবেশে সরকার দলীয় নৌকা প্রতীক প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হবে ।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ জানান নির্বাচন হবে সম্পূর্ণ প্রভাব মুক্ত ,নিরপেক্ষ আবাদ ও সুষ্ঠু পরিবেশে। সরকার দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী অথবা যে দলেরই হোক না কেন, কোন প্রার্থীর পক্ষে প্রশাসনের অনুরাগ বা বিরাগ প্রকাশ পাবে না । সাংবিধানিক দায়িত্ব পালনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author