গজারিয়ায় নোটিশবিহীন গ্যাস সরবরাহ বন্ধতে ভোগান্তিতে শিল্প-কারখানা ও শত শত গ্রাহক

Estimated read time 1 min read

ফেব্রুয়ারী,২৭,২০২৪

মুকবুল হোসেন:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় একাধিক ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মুখী রাস্তা সংলগ্ন উৎপাদনশীল শিল্পকারখানা, ফিলিং স্টেশন সহ শত শত আবাসিক গ্রাহক সীমাহীন ভোগান্তিতে রয়েছে বিনা নোটিশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায়। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন উৎপাদনশীল শিল্প কারখানা একাধিক ফিলিং স্টেশন সিএনজি পাম্প ও গ্রামের আবাসিক বৈধ গ্যাস গ্রাহক এবং ইঞ্জিনিয়ার স্টাফ কলেজ কর্মকর্তা-কর্মচারীদের মতামতে জানা যায়। বিনা নোটিশে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে গত ৩ দিন ধরে। মতলব ফিলিং স্টেশন,আনন্দ মেলা ফিলিং স্টেশন, পাম্প কর্মকর্তা , কর্মচারী এবং গাড়ি চালক ও শিল্প কারখানার শ্রমিকদের ক্ষোভ প্রকাশে জানান। তিন দিন যাবত শিল্প কারখানায় এবং বৈধ গ্যাস সংযোগ প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে দিনমজুর শিল্প শ্রমিক, কর্মহীন ও রোজি রোজগার শূন্য হয়ে পড়েছে তারা। শিল্প কারখানা বন্ধ থাকায় তাদের হাজিরা নিচ্ছে না প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।তাদের অন্য কোথাও কাজের সুযোগ নেই।।বিপদে পড়েছে শতশত হাজার হাজার নিম্নয়ের পরিবার ও বৈধ আবাসিক গ্যাস সংযোগ গ্রাহক। ইঞ্জিনিয়ার স্টাফ কলেজের ক্যান্টিন কুকার খোরশেদ আলম জানান স্টক কলেজে বৈধ গ্যাস সংযোগ থাকা সত্ত্বেও ৩ দিন যাবত গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সরকারের উচ্চ প্রজয়ের ৬ টি ব্যাচ প্রশিক্ষণে ২৫০ জনবলের ৪ বেলা খাবার পাকে মহা বিপদে পড়েছে তাদের কয়েকজন সহকর্মী।
শিল্প কারখানায় নিয়োজিত দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকরা হাজিরা প্রদান না দিয়ে ফিরতে হচ্ছে বাড়িতে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের একাধিক মোবাইল নাম্বারে বারবার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় পাওয়া যায় নাই কোন সঠিক উত্তর। উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার জানান বিষয়টি পূর্ব থেকে অবগত নেই । গ্যাস সরবরাহ বন্ধ বিষয় অবগত করে নাই তিতাস কর্তৃপক্ষ ।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author