জুলাই,০৫,২০২৪
আবু হানিফ রানা:
মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের উপ নির্বাচনে আজ ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। আজ বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে এই বাছাই অনুষ্ঠিত হয়। এতে আ: কাইউম হালাদার, আ: মান্নান খান ও কামরুল হাসান হালদারের মনোনয়ন বাতিল করা হয়।
অপরদিকে শামীম মোল্লা, বিথী আরিফ, এ কে এম আহসানুল কবির হালদার সহ পাচ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়।
আহসানুল কবির হালদারের মনোনয়ন বৈধ ঘোষণা করায় বিতর্ক দেখা দিয়েছি। কারন তিনি দিঘিরপাড় ইউনিয়নে সরকারের কৃষি বিভাগের সার ডিলার। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হওয়ার যোগ্য নন।
টংগীবাড়ি উপজেলা কৃষি বিভাগ থেকে কবির হালদারের সারের ডিলার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা কর্মকর্তা জয়নুল আলম ।
টংগীবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,মনোনয়পত্র বাছাইয়ের সময় বা আগে কেউ জানায়নি যে আহসানুল কবির হালদারের নামে সরকারী ডিলারের লাইসেন্স আছে । আমি সে বিষয়ে জানিনা। এখন এবিষয়ে যদি কেউ আপিল করেন তাহলে উদ্দতন যা মনে করেন তাই করবেন।
www.bbcsangbad24.com