টঙ্গীবাড়ীতে ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধানে সরকারি গাছ কর্তন

Estimated read time 1 min read


নভেম্বর,০৩,২০২৪

টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বাজারে সড়কের পাশে সরকারি গাছ কর্তন করে দোকান ঘর নির্মাণ কাজ চলছে। উপজেলার মালিগাও গ্রামের সিরাজ মৃধা ওই গাছ কর্তন করে দোকান ঘর নির্মাণ করছেন বলে জানা গেছে ।
সরজমিনে আজ রবিবার বিকালে গিয়ে দেখা যায় ওই স্থানের বিশাল একটি কড়ই গাছের ডাল কর্তন করছেন শ্রমিকরা। গাছের নিচে নির্মানাধীন দোকান ঘরের দেয়াল নির্মাণ চলছে । স্থানীয়রা জানান মালিগাঁও গ্রামের সিরাজ মৃধা শ্রমিক দিয়ে ওই গাছ কর্তন করাচ্ছেন এবং নিচের স্থানে দোকান ঘর নির্মাণ করছেন আর এগুলোর সার্বিক তত্ত্বাবধ্বানে রয়েছেন হাসাইল বানারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান।
এ সময় ওই স্থানে গাছ কাটার তত্বাবধানে থাকা কতিপয় ব্যক্তি মুঠোফোনে সাংবাদিকদের চেয়ারম্যানের সাথে কথা বলিয়ে দিতে চান।

এ ব্যাপারে অভিযুক্ত সিরাজ মৃধার সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন হাবিবুল্লাহ কে চিনেন? তখন সাংবাদিক হাবিবুল্লাহ কে চিনেন না বললে, তিনি বলেন এই গাছ কাটার ব্যাপারে ইউএনও অফিসে আবেদন দেওয়া আছে এবং চেয়ারম্যানের নলেজে আছে বলে হাসাইল বানারি ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানকে মুঠোফোন ধরিয়ে দেন। পরে নুরুজ্জামান দেওয়ান এই প্রতিবেদককে আধা ঘন্টা পর তার সাথে দেখা করতে বলেন। এই প্রতিবেদক নুরুজ্জামান চেয়ারম্যান এর সাথে দেখা করতে না চাইলে তিনি বলেন আপনি যা পারেন করেন।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, গাছ কাটার জন্য আবেদন করেছে হাসাইল বাজার কমিটি কিন্তু তাদের গাছ কাটার ব্যাপারে কোন প্রকার অনুমোদন দেয়া হয়নি।

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন এর কাছে জানতে চাইলে তিনি বলেন এরকম কোন আবেদন পাইনি বা কোন প্রকার অনুমতি দেইনি।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author