জানুয়ারী,১৫,২০২৪
মোঃ সিহাদ দেওয়ান,(টংগিবাড়ী) মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ঝাটকা জব্দে বিশেষ কম্বিন অপারেশনে দুজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গতকাল ১৪ জানুয়ারী রবিবার উপজেলার দিঘীরপাড় বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা নিগার সুলতানার উদ্যোগে দুপুর ২টার সময়
“বিশেষ কম্বিং অপারেশন ২০২৪ ” উপলক্ষে টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় মৎস্য আড়ত সংলগ্ন বরফকলে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০০ কেজি জাটকা জব্দ করা হয় এবং ২ জনকে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ এর ধারা অনুযায়ী ৫ এর (১) ধারা মতে যাহার মামলা নং-০৩(১) ২০২৪ ও ০৪ (১) ২০২৪ অর্থদণ্ডের সাজা প্রাপ্ত আসামীরা হলেন কুষ্টিয়া জেলাধীন দৌলতপুর থানার চরচীলমারী গ্রামের মোঃ সোলেমান এর পুত্র মোঃ রনি মিয়া(২৩) এবং অপরজন হল একই জেলা ও থানার একই গ্রামের মজিবুর মাতাব্বরের ছেলে সেলিম মাতাব্বর (২২) নামে অর্থদণ্ডে দণ্ডিত হন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ এর ধারা অনুযায়ী ৩ এর (ঙ) ধারা মতে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওই অভিযানের মোবাইল কোর্ট টি পরিচালনা করে দুই মাসের কারাদণ্ড মওকুফ করে অর্থদণ্ডে বহাল রাখেন গতকাল রবিবার দুপুর ২ টা থেকে শুরু করে বিকেল সাড়ে তিনটার দিকে অভিযানটি সমাপ্ত হয়, ওই জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা এবং অন্যান্য কর্মকর্তা ও অফিসের কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি রেজওনা আফরিন জানান দেশের স্বার্থে জন স্বার্থে জাটকা অভিযান চলমান রেখে ঝাটকা শিকার বন্ধ করতে হবে নয়তো এই প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ করা ভীষণ কষ্টসাধ্য হয়ে পড়বে, অতঃপর চাহিদা অনুযায়ী পদ্মার ইলিশ সংকটে পরবে পরবর্তীতে বাজার মূল্য আরোও চরা হবে, এজন্য এ অভিযান অব্যাহত থাকবে।
www.bbcsangbad24.com