ডাম্পিং স্টেশন পরিদর্শন করেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র – চৌধুরী ফাহরিয়া আফরিন

Estimated read time 1 min read


জুন,১০,২০২৪


বিবিসি সংবাদ ডেস্ক:

১০ জুন সোমবার সকালে মুন্সিরহাট বাজার সংলগ্ন এলাকার ডাম্পিং স্টেশন এলাকা পরিদর্শন করেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন। তিনি ডাম্পিং স্টেশন পরিদর্শন শেষে কলেজ পাড়ার ড্রেনের উন্নয়ন কাজের পরিদর্শন করেন।

এসময় মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন বলেন,মুন্সিগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে সংগ্রহ করা ময়লা আবর্জনা দ্বারা মুন্সিরহাট বাজার সংলগ্ন এলাকায় ডাম্পিং স্টেশনে বিশাল ময়লার স্তূপ তৈরি হয়েছে। এতে শহরের পূর্ব দক্ষিণ জনবহুল এলাকা ও চরাঞ্চলের মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। দুর্গন্ধ ছড়ানোর কারণে ভোগান্তির পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে এলাকার বাসিন্দা ও চলাচলকারী যাত্রী সাধারণ, পথচারী ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা।

জনস্বাস্থ্য ও পরিবেশ ভারসাম্যের বিষয়টি উপলব্ধি করতে পেরে ভাগাড়ে পরিনত বর্জ্যগুলো দীর্ঘ ১২ বছর পর বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশনব্যবস্থা আধুনিকীকরণের কাজ শুরু করা হয়েছে । দ্রুত সময়ের মধ্যে এর সফল বাস্তবায়ন পৌরবাসী দেখতে পাবে ইনশাআল্লাহ ।পাশাপাশি একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের চেষ্টা চলছে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author