সেপ্টেম্বর ৩০,২০২৪
নিজস্ব প্রতিবেদক
একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৭৮৮টি মামলা এবং ৩৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি থেকে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৮৮টি মামলা এবং ৩৩ লাখ ২০ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া অভিযানকালে ১৮৯টি গাড়ি ডাম্পিং ও ৭০টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, “সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাত-দিন কাজ করছে।”
www.bbcsangbad24.com