ঢাকার মিরপুরে সাকিব ইস্যুতে মিছিল-মারামারি

Estimated read time 1 min read

অক্টোবর ২০,২০২৪

ক্রীড়া প্রতিবেদক

গত কয়েকদিন ধরেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব ইস্যুতে বিক্ষোভ হচ্ছে।

রবিবার (২০ অক্টোবর) সাকিবকে দেশে ফিরিয়ে অবসরের সুযোগ দিতে লং মার্চের ঘোষণা দেন সাকিব ভক্তরা।

এদিন দুপুর থেকে প্রায় এক দেড়শ লোক মিরপুর স্টেডিয়ামের সামনে জড়ো হন। তারা দীর্ঘক্ষণ ধরে মিছিল করেন। এবং দুই নম্বর গেটের দিকে যাওয়ার চেষ্টা করেন। যদিও পুলিশ তাদের যেতে দেয়নি।

এক পর্যায়ে পিছিয়ে যান। তারা সংবাদ সম্মেলনের চেষ্টা করেন। এর মধ্যেই স্থানীয় কিছু লোক এসে সাকিব ভক্তদের ধাওয়া দেন এবং মারধর করেন। পুলিশও তাদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যান তারা। 

সাকিব ভক্তরা ছত্রভঙ্গ হওয়ার পর তার বিরোধীরা মিছিল শুরু করে। এ সময় “সাকিবের দুই গালে, জুতা মারো তালে তালে” স্লোগান দেন। মারামারির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি পুলিশ।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author