দিনাজপুরে ট্যাংকলরির ধাক্কায় নিহত ২,চালক ও হেলপার গ্রেফতার

Estimated read time 1 min read

মে ১১, ২০২৪

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর ফুলবাড়ী সড়কের কাউগা মোড়ে ট্যাংকলরি রাস্তার পাশে চায়ের দোকানে উঠিয়ে দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ইতিমধ্যে ট্যাংকলরির চালক ও হেলপারকে গ্রেফতার হয়েছে।

শনিবার (১১ মে) আনুমানিক ভোর সাড়ে ৫টায় সদর উপজেলার শশরা ইউনিয়নে কাউগামোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: কাউগা বাজারের নাইটগার্ড আজহার আলী ও রানা নামে এক যুবক। নিহত আজহার আলীর বাড়ি সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে ও রানার বাড়ি সদর উপজেলার কাউগা হাটখোলা গ্রামে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, আজ শনিবার আনুমানিক  সকাল ৫ টা ২০ মিনিটে দিনাজপুর- ফুলবাড়ী সড়কের কাউগা মোড় নামক স্থানে ফুলবাড়ী থেকে দিনাজপুর গামী একটি ট্যাংক লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে । 

এ ঘটনায় ট্যাংক লরি সহ ট্যাঙ্ক লরির চালক রাজু খন্দকার  (৩০) ও হেল্পার সোহাগ (৩০) কে আটক করা হয়েছে। আটকৃত চালকও হেল্পারের বাড়ি কুষ্টিয়া জেলায়। 

নিহত দুজনের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author