নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার গুরত্বপূর্ণ বৈঠক

Estimated read time 1 min read

জুন ১০, ২০২৪,

নিজস্ব প্রতিবেদক

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি।

এদিকে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

রোববার রাতে নয়া দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।

শপথের পরপরই নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার গুরত্বপূর্ণ বৈঠক হয় জানিয়ে হাছান মাহমুদ বলেন, ভবিষ্যতের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ জানিয়েছেন শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক। এখানে অনেকগুলো বিষয় আছে। যেহেতু একই সরকারের ধারাবাহিকতা, তাই কাজ করার ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধাও রয়েছে।

মন্ত্রী জানান, রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার পরই নরেন্দ্র মোদির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দুই নেতা একে অপরের খোঁজখবর নেন।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author