মে,২৫,২০২৪
“ মার্জেনা চৌধুরী”
জন্মেছি আমি পল্লীর কোলে
ভাঙাচুরা মাটির ছনের ঘরে ,
মায়ের অশ্রু এখনও কথা কয়
হিয়ায় বসত করে !
নজরুলের ডানপিটে
আমিও ছিলাম প্রানবন্ত বিলাসে ,
কিশোর কেটেছে খালে বিলে
বরশীতে মাছ ধরার অভিলাষে !
কিংবা অন্য কোন খানে
হয়ত শিমুল পলাশে ,
ওখানে আমার বাবার কবর
বকুল তলার পাশে !
মায়ের একা হবার সেই দিনটি
আজও আমার চোখে ভাসে !
আমার আর ভাল লাগে না
পুরনো স্মৃতি যখন মনে আসে!
ফুলের মায়া গাছের ছায়া
পদ্মপাতার জল,
গোধূলীর হাসি সন্ধ্যা প্রদীপ
নীড়ে ফেরা পাখির কোলাহল!
দীঘির জলে চাঁদের হাসি
হাসনাহেনা ভরে সুবাস রাতে,
ডাহুকের ডাক ভয়ার্ত মন
ঝগড়া করে শেয়াল কুকুরের সাথে !
প্রভাতের ফুলে ভোমরার হাসি
সোনালী রোদ্দুর শরীরে মাখে,
পাকা আম রঙিন সাজে
ঝুলে আছে নিবৃত্তে চিকন শাখে!
অনুভব করি আজও জীর্ণ কৈশোর
মাটির মমতায় ভরা হাত ঝরা ফুলে,
একবার এসো তুমি আমাদের গায়ে
সব দেখাবো স্মৃতির এলবাম খুলে !
www.bbcsangbad24.com