পাকিস্তান হেরে যাওয়ার কারণ জানালেন কোচ কারস্টেন

Estimated read time 1 min read

জুন ১০,২০২৪

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার (৯ জুন) হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টি ছাপিয়ে মাঠে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টসে জিতে ভারতকে ব্যাটে পাঠিয়ে পাকিস্তানি বোলারদের তোপের মুখে ১১৯ রান করে গুটিয়ে যায় ভারত। তবে মামুলি লক্ষ্যে ব্যাটে করতে নেমে জয়ের খুব কাছে গিয়েও ভক্তদের হতাশা করেছেন মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমরা। নাটকীয়ভাবে ম্যাচে ৬ রানে পরাজয় দেখেছে তারা। এতে সুপার এইটে খেলাও অনিশ্চিত হয়ে গেছে দ্য গ্রিন ম্যানদের।

বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের কোচ গ্যারি কারস্টেন। এমন লজ্জার হারের পর প্রশ্ন উঠেছে, ঠিক কি কারণে পরাজয় দেখল বাবর-আফ্রিদিরা। এ প্রসঙ্গে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়াকেই দায়ী করছেন কারস্টেন।

কোচের ভাষ্যমতে, ‘আমি জানতাম ১২০ রান সহজ টার্গেট হতে যাচ্ছে না। কারণ, ভারত যদি ১২০ রান করে তার মানে এটা সহজ নয়। কিন্তু আমরা একটা সময় ২ উইকেটে ৭২ এ ছিলাম। তখনও ৬-৭ ওভার বাকি। কাজেই সেখান থেকে আমরা নিজেদের যেই অবস্থানে নিয়ে এসেছি, এটা হতাশাজনক।’

হারের কারণ হিসেবে কারস্টেনের মন্তব্য, ‘হয়তো আমরা এতটা ভালো সিদ্ধান্ত নিতে পারিনি। আপনি খেলা শুরু করেছেন, বল হাতে, ৮ উইকেট আপনার হাতে, সেই সময়ে সিদ্ধান্ত নেওয়া যেত। এটাই খেলা। এটাই আন্তর্জাতিক ক্রিকেট। আর আপনি যদি এরকম ভুল করেন, তার মানে আপনি ভুগতে যাচ্ছেন।’

তিনি আরও করেন, ‘আমার মনে হয়, খেলার গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম। রিজওয়ান আমাদের জন্য ভালো খেলছিল। আমরা জানতামও এটা ব্যাট করার জন্য কঠিন উইকেট। এরপরও আমরা বেশ ভালোভাবেই চেজ করতে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত সেটি হলো না।’

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author