ফেব্রুয়ারী,২৭,২০২৪
আবু হানিফ রানা:
মুন্সীগঞ্জের পুলিশ সুপার আসলাম খান এবার পিপিএম লাভ করেছেন। এবারের পুলিশ সপ্তাহে তাকে এ মর্যাদায় ভুষিত করা হয়েছে। জাতীয় দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে তিনি ২০২৩ সালের শেষের দিকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসেবে এখানে যোগদান করেন। তিনি গেলো জাতীয় নির্বাচনে নিষ্ঠার সাথে নিরলসভাবে দ্বায়িত্ব পালনে সুন্দর ,মনোরম পরিবেশে অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দিয়েছেন মুন্সীগঞ্জ বাসিকে।
এই সময়ের মধ্যে জেলায় গুরুত্বপূর্ণ মামলা উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃংখলামূলক আচরণের জন্য মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান পিপিএম (সেবা) পদক পেয়েছেন। ঢাকার রাজধানীতে পুলিশ সপ্তাহের জাঁকজমক আয়োজনে গেলো মঙ্গলবার তাঁকে এই পদকের বেইজ পরিয়ে দেয়া হয়।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান মাদারীপুর জেলার সদর থানার ছিলারচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বাংলাদেশ পুলিশের ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এর সমাজ বিজ্ঞান বিভাগ হতে এমএসএস ও বিএসএস (অনার্স) করেন। পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান তার চাকুরী জীবনে অতিরিক্ত পুলিশ সুপার (উ:) এর কার্যালয় টাঙ্গাইল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন এন্ড ইন্টেলিজেন্স উইং) গোপালগঞ্জ, এন্টি টেররিজম ইউনিট হেডকোয়ার্টাস মিডিয়া এন্ড অ্যাওয়ানেস) এ অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
www.bbcsangbad24.com