বাড়লো বিদ্যুতের দাম,কার্যকর আগামীকাল থেকে

Estimated read time 1 min read

ফেব্রুয়ারী,২৯,২০২৪

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের দাম বৃদ্ধি করার দুই দিনের মাথায় বিদ্যুতের দামও বাড়িয়েছে সরকার। নতুন দাম কার্যকর হবে পহেলা মার্চ থেকেই। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হচ্ছে শিগগিরই। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ কথা বলেছেন।

তিনি জানান, পাইকারি পর্যায়ে বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৬.৭০, নতুন দাম হবে ৭.০৪ টাকা। আর খুচরা পর্যায়ে বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৮.২৫, নতুন দাম হবে ৮.৯৫ টাকা।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “বিদ্যুৎ বিভাগ লোকসানে আছে। ডলারের দামে ব্যাপক পরিবর্তন হয়েছে। সে কারণে সমন্বয়ের জন্য দামের বিষয়টি চিন্তা করা হয়েছে।”

তিনি বলেন, “চলতি বছর বিদ্যুতে ভর্তুকি দাঁড়াবে ৪৩ হাজার কোটি টাকা। আগামী তিন বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় হবে।”

প্রতিমন্ত্রী বলেন, “তেলের ‘ডায়নামিক প্রাইসের’ জন্য প্রজ্ঞাপন করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় হবে। কমলে কমবে, বাড়লে বাড়বে। ১ মার্চ থেকে সেটা শুরু হবে। যে কোনো সমন্বয়ে এর প্রতিক্রিয়া থাকবে। যেভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে তাতে জনগণের ওপর বেশি প্রভাব পড়বে না ৷”

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author