বিশ্বকাপ বাংলাদেশ দলে পরিবর্তনের আভাস প্রধান নির্বাচকের

Estimated read time 1 min read

জুন ৬,২০২৪

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হেরে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। একদিকে ধারাবাহিক পরাজয়, অন্যদিকে চোটের কারণে ছিটকে যাওয়া পেসার শরিফুলকে দলে পাচ্ছে না টাইগাররা। এছাড়া তো রয়েছেই টাইগারদের টপ অর্ডারের ব্যর্থতা। সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে দলে পরিবর্তনের আভাস দিয়ে রাখলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বৃহস্পতিবার (৬ জুন) ডালাসে দলীয় অনুশীলন শেষে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন । এ সময়ে পেসার শরিফুলের চোটের পাশাপাশি ব্যাটারদের অফফর্ম নিয়েও কথা বলেছেন তিনি।

এ নিয়ে প্রধান নির্বাচক জানান, ‘যুক্তরাষ্ট্রে আসার আগে থেকেই চোট একটা বড় চিন্তার কারণ। আর যুক্তরাষ্ট্রে আসার পর শরিফুলের চোট নিয়ে আমরা বেশ দুশ্চিন্তায়। তার রিকভারি কতটা হয়েছে, সেটা জানতে আরও কিছুদিন সময় লাগবে। তবে, আশার খবর তাসকিন আজকে যে বোলিং করেছেন, তাতে সে খেলবে বলেই আশাবাদী।’

শরিফুলের পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা জানেন আমরা স্কোয়াডের সঙ্গে একজন বাড়তি পেসার রেখেছি। কিন্তু আমরা শরিফুলকে পেতে আগ্রহী। তাই আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আসলে সব নির্ভর করছে, এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারব তার ওপর। আমরা ৯ তারিখে আরও একবার তাকে দেখব, যদি মনে হয়, সে আগের থেকে ভালো অবস্থানে থাকে; তাহলে একটা সিদ্ধান্তে হয়তো আমরা পৌঁছাতে পারব।’যেহেতু তাসকিনকে আমরা ফেরত পাচ্ছি, সেটা আমাদের জন্য কিছুটা স্বস্তির। দল কেমন হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে, তবে আমরা এখনই বলতে চাইছি না কিছু।’

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author