ব্যাংক থেকে দুই লাখ টাকার বেশি উত্তোলন করতে পারবেন না

Estimated read time 1 min read

আগস্ট ১১,২০২৪

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংকগুলোতে একজন গ্রাহক একটি হিসাব থেকে ২ লাখ টাকার বেশি উত্তোলন করতে পারবেন না

শনিবার (১০ আগস্ট) রাতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুসারে, একজন গ্রাহক নগদ দুই লাখ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা ব্যাংক থেকে ব্যাংক, এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এছাড়া কোনও ব্যবসায়ীরা বেতন-ভাতা পরিশোধের জন্য এবং প্রবাসীরা নিরাপত্তা নিশ্চিত করে বেশি টাকা উত্তোলন করতে চাইলে পারবে।

জানা যায়, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ রয়েছে। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় গত রাতে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের জানিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) সর্বোচ্চ ১ লাখ টাকা উঠানোর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author