ভারতে পাচারের সময় ৪৬ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি

Estimated read time 1 min read

সেপ্টেম্বর ১, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।

শনিবার বিকালে উপজেলার লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্ত পথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধীনস্থ লাউড়েরগড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেন। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যান।

লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার মুহিদুর রহমান বলেন, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়েই দুটি ককশিট ভর্তি ইলিশ মাছ শাহিদাদ এলাকায় রেখে পালিয়ে যান।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author