মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষে পাইলটের প্রাণাহানি

Estimated read time 1 min read

পর্তুগালে মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষে পাইলটের প্রাণাহানি হয়েছে। এতে আরেকজন আহত হয়েছেন।  

রবিবার (২ জুন) দক্ষিণ পর্তুগালে এ ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পর্তুগিজ বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, রবিবার বিকালে ৬টি ছোট বিমান একটি এয়ার শো-তে অংশ নেয়। একপর্যায়ে বিকেল ৪টা ৫ মিনিটে দুটি বিমান দুর্ঘটনার মুখে পড়ে।

এ দুর্ঘটনার একটি ভিডিও একজন দর্শক ধারণ করেছেন। পরে তিনি সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে, আকাশে ছয়টি বিমান একসঙ্গে উড়ছে। এদের মধ্যে থেকে হঠাৎ একটি বিমান আরেকটির গায়ে ধাক্কা দেয়। এতে বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়।

বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেন, “বিমান দুর্ঘটনায় একজন স্প্যানিশ নাগরিকের মৃত্যু হয়। তিনি দুর্ঘটনা কবলিত একটি বিমানের পাইলট ছিলেন। আরেকজন আহত পাইলট পর্তুগিজ নাগরিক। তিনি কিছুটা আঘাত পেয়েছেন। বেজা হাসপাতালে নেওয়ার আগে তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।”

পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো এটিকে একটি ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা বলেছেন, “এ এয়ার শো আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল। সবাই এই আনন্দ ভাগ করে নেবে। তবে এটি এখন বেদনার মুহুর্তে পরিণত হয়েছে।”

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author