মালয়েশিয়ায় নিহত মুন্সীগঞ্জের ৩ প্রবাসীর জানাজায় মানুষের ঢল

Estimated read time 1 min read

অক্টোবর,২০,২০২৪

নিজস্ব প্রতিনিধি- :

মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত মুন্সীগঞ্জের ৩ রেমিট্যান্স যোদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে । রোববার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় বাড়ির পাশের উঠানে ৩ রেমিটেন্স যোদ্ধার জানাজায় মানুষের ঢল নামে। পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার জোহরবার্গ রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীর ৩০ শতাংশ দগ্ধ হয়। এদের মধ্যে ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মারা যায় জব্বার আলী, ১২ অক্টোবর  ভোররাত ৩টার দিকে মারা যায় আবু তাহের, ১৩ অক্টোবর বিকাল ৫টায় মারা যায় সালাম। এরা ৩ জন ৮ বছর আগে বৈধভাবে মালয়েশিয়া গিয়েছিলেন।  নিহত ৩ জনের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামে।

তাদের মৃত্যূর খবরে স্বজনের  শোকের মাতম বইছে পরিবারগুলোতে। ৩ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহতের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author