অক্টোবর,২০,২০২৪
আবু হানিফ রানা:
নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের বিভিন্ন নদ-নদীতে ইলিশ ধরার অপরাধে জেলা মৎস অধিদপ্তর অভিযান চালিয়ে সাত দিনে ৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৩০হাজার ৬ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত জেলায় ৪০ টি অভিযান চালানো হয়েছে। ১৯ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ১২ টি মামলা করা হয়েছে।
যে সময়ে মুন্সীগঞ্জ জেলায় ৪৪টি মাছঘাট, দুই হাজার ৮৫টি আড়ত ও ১৫৬টি বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।
আর গত দুই দিনের অভিযানে সাত হাজার ০.২৫৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ২৯.৯৯৫মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা এ. টি. এম তৌফিক মাহমুদ জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য জেলায় অবস্থিত নদীতে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।
এই নিষেধাজ্ঞার সময়ে মুন্সীগঞ্জ জেলায় মোট ৩ হাজার ইলিশ জেলের জন্য মাথাপিছু ২৫ কেজি করে মোট ৭৫ টন চাল ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।
www.bbcsangbad24.com