নভেম্বর,০৪,২০২৪
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে আন্ত: জেলা সক্রিয় ডাকাত দলের ০৭ (সাত) সদস্য গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার।
গত ২৩ অক্টোবর বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় সিরাজদিখান থানাধীন ঢাকা-দোহার মহাসড়কের মরিচা কাউন্টারের পূর্ব পাশে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫/৬ জন সংঘবদ্ধ ডাকাতরা মামলার বাদী স্বর্ণ ব্যবসায়ী রামপ্রসাদ হালদার (৪০) এর নবকলি পরিবহনটি সিগন্যাল দিয়ে দাড় করিয়ে ডাকাতির ঘটনা ঘটায়। এই ঘটনায় বাদীর কাছে থাকা একটি স্কুল ব্যাগ ও একটি বাজারের ব্যাগের ভিতরে রাখা স্বর্ণ বিক্রিত নগদ ৪৭,০০,০০০ টাকা ও অবিক্রিত ০৩ ভরি স্বর্ণ জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এই সংক্রান্তে মামলা ২৩/১০/২০২৪ তারিখে সিরাজদিখান থানায় মামলা রুজু হয় যাহা নং- ২৩, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার, মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, সিরাজদিখান থানা ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন শেখ, ইনচার্জ, শেখরনগর পুলিশ তদন্তকেন্দ্র এবং জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর এস আই (নিরস্ত্র) মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার, ফোর্সদের সমন্বয়ে গঠিত একটি চৌকশ টিম তথ্যপ্রযু্ক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ, ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকা ও ডিএমপি, ঢাকায় অভিযান পরিচালনা করে গত ০৩/১১/২০২৪ তারিখ ডাকাত রনি (৪৮), সিরাজুল হাসান জাবেদ ওরফে রানা (৪২), শামিম (৪২), সায়মন (৩২), মমিন (৪২), সুজন (৩০), সমির হোসেন (৪২) দের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের দখল হতে অত্র মামলার বাদীর লুন্ঠিত (i) নগদ ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা, (ii) ডাকাতির কাজে ব্যবহৃত একটি লাল রংয়ের ১৫০ সিসি Hunk মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ-
রনি (৪৮), ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার পুর্ব চরাইল গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে।
সিরাজুল হাসান জাবেদ ওরফে রানা (৪২), ঢাকা ডিএমপি ওয়ারী থানার নবাবপুর (মহাজনপুর লেন) মৃত ইবরাবুল হাসানের ছেলে।
শামিম (৪২) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এ/পি সাং-শুভাঢ্যা উত্তর পাড়া (লিটন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত বাবুর ছেলে। সায়মন (৩২), ঢাকা ডিএমপি সূত্রাপুর থানার ১৪০, নাসির উদ্দিন সরদার লেন মৃত মজিবরের ছেলে।
মমিন (৪২),টাঙ্গাইল জেলার নাগরপুর থানার তেবাড়ীয়া সলিমাবাদ গ্রামের ময়নাল মিয়ার ছেলে।,
সুজন (৩০), ঢাকা ডিএমপি যাত্রাবাড়ি থানার সায়দাবাদ ব্রীজের ঢালে ইসলামিয়া হাসপাতালের গলি,বাক্কার মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোঃ মোতাহার মিয়ার ছেলে।
সমির হোসেন (৪২), ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পশ্চিম পাড়া মৃত মোঃ আলাউদ্দিন বিশ্বাসের ছেলে।
রনি এর বিরুদ্ধে ০৩টি, সিরাজুল হাসান জাবেদ ওরফে রানার বিরুদ্ধে ০৭টি, সায়মন (৩২) এর বিরুদ্ধে ০৪টি ও সুজন (৩০) এর বিরুদ্ধে ০৩টি মামলা রয়েছে।
www.bbcsangbad24.com