মুন্সীগঞ্জে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স কর্তৃক অভিযান, ৩ জনকে জরিমানা

Estimated read time 1 min read

নভেম্বর,০৯,২০২৪

আবু হানিফ রানা:


শনিবার (০৯ নভেম্বর) বিকাল চারটা থেকে বিকাল সাড়ে পাচটা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স কর্তৃক মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় মুদি দোকানসমূহে ও কোল্ড স্টোরেজে তদারকি করা হয়।

এসময় ব্যবসায়ীদেরকে পণ্যসামগ্রীর ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন করবার নির্দেশ দেয়া হয়। ব্যবসায়ীদেরকে যৌক্তিক পর্যায়ে মুনাফা করতে নির্দেশনা দেয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন পণ্যসামগ্রী দোকানে সংরক্ষণ ও প্রদর্শন করতে নিষেধ করা হয়।

দোকানে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্য পণ্য বিক্রি করায় সাহা স্টোরকে দুই হাজার টাকা জরিমানা এবং খাবারে ননফুডগ্রেড রঙ মিশানোয় সঞ্জীব স্টোরকে পাচশত টাকা জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর মাহফুজ ।

এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী সংরক্ষণ ও প্রদর্শন করায় লক্ষী স্টোর কে দুই হাজার টাকা জরিমানা করেন।

আজকে টাস্কফোর্সের নেতৃত্ব প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুনতাসীর মাহফুজ , এছাড়া উপস্থিত ছিলেন সদস্য সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, টাস্কফোর্সের সদস্য জেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিন, ফাহিম হাসান ও মাহমুদা আফরিন রজনি এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author