মুন্সীগঞ্জে নৌপুলিশ ও মৎস যৌত অভিযানে বিপুল পরিমাণ কারেন্টজাল উদ্বার অত:পর আগুনে পুড়িয়ে ধংস

Estimated read time 0 min read


অক্টোবর,২২,২০২৪


নিজস্ব প্রতিবেদক


২২ অক্টোবর সন্ধা অনুমান সাড়ে সাত ঘটিকার সময় মুন্সীগঞ্জ বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্টেট হামিদুল ইসলাম এর নেতৃত্বে মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃশামসুর রহমান মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ি ও মুন্সীগঞ্জ জেলা পুলিশের সমন্নয়ে মুন্সীগঞ্জ সদর থানাধীন দয়াল বাজার এলাকায় জনৈক হুমায়ুনের অবৈধ কারেন্টজাল তৈরীর কারখানায় যৌথ অভিযান পরিচালনা করিয়া অনুমান ৪০,০০০ ( চল্লিশ) হাজার মিটার কারেন্ট জাল উদ্বার করা হয়।

যার অনুমান মুল্য ৮,০০০০০(আট লক্ষ) টাকা এবং ৬৬০০(ছয় হাজা র ছয়শত) পিছ রেইল উদ্বার করা হয়। যার অনুমান মূল্য১,৯০,০০০(একলক্ষ আটানব্বই হাজার) টাকা সর্বমোট মূল্য ৯৯৮০০০ ( নয়লক্ষ আটানব্বই) হাজার টাকা কোর্টের মাধ্যমে জব্দ করিয়া পরে জনসম্মুখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্টেট ও মৎস কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়াইয়া ধ্বংস করা হয়।


এবিষয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো: লুৎফর রহমান বিবিসিকে বলেন,অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আমরা জিরোটলারেন্স। আমাদের এ অভিযান সব সময় অব্যাহত থাকবে।

আরও দেখুন আমাদের সাথে......

More From Author