মুন্সীগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

Estimated read time 1 min read


মার্চ,১৬,২০২৪

আবু হানিফ রানা:


‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শনিবার ১৬ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।


মুন্সীগঞ্জ জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত লিখিত পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান পিপিএম মহোদয়।
এছাড়াও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত অন্যান্য সদস্যদ্বয়, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদ্বয় সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্য আবারও হুশিয়ারী দিয়ে বলেন, সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে তোমাদের নিয়োগ হবে।
তাই কোনো রকম প্রতারণার শিকার হবে না তোমরা, কোনো রকম দালাল এর খপ্পরের পাল্লায় পড়বে না তোমরা।
নিয়োগ সংক্রান্তে যে কোন পর্যায়ে কোন প্রকার আর্থিক লেনদেনের সম্পৃক্ততা পাওয়া গেলে জড়িতদের ফৌজদারি আইনের আওতায় আনা হবে।

আগামী (২৩ মার্চ ২০২৪) তারিখ সকাল ০৯টায় লিখিত পরীক্ষা’র ফলাফল পুলিশ লাইন্সে প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author